Gør som tusindvis af andre bogelskere
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.Du kan altid afmelde dig igen.
ผลพวงของดร. ซาช่าอัลบอร์ซเผชิญกับความจริงของการสูญเสียแพนเทีย ในขณะที่เขาต่อสู้กับธรรมชาติที่เป็นเจ้าของความพยายามที่จะปกป้องผู้หญิงที่เขารักมันทำให้ความสัมพันธ์ของทั้งคู่ตกอยู่ภายใต้ความกดดันอย่างมาก แพนเทียพยายามอธิบายเรื่องที่เธอคบกับหมอเป็นเหตุการณ์ที่เกิดขึ้นเพียงครั้งเดียวและหลังจากที่คุยกับอัลบอร์ซเธอก็อยู่ภายใต้สมมติฐานว่าเรื่องนี้ปิดไปแล้วในแพนเทียวันคล้ายวันเกิดปีหน้าอัลบอร์ซวางแผนทริปฉลองอย่างละเอียดถี่ถ้วน หลังจากมาถึงเธออธิบายว่าโทรศัพท์ของเธอทำงานไม่ถูกต้องทั้งสองคนจึงไปซื้อ iPhone เครื่องใหม่ แพนเทียรู้ตัวว่าเขาอาจพบความจริงของความสัมพันธ์กับดร. ซาช่าเธอจึงนำใบแจ้งหนี้พร้อมรหัสผ่านจากกระเป๋าเอกสารของอัลบอร์ซโดยที่เขาไม่รู้ ในช่วงเวลาแห่งพฤติกรรมที่ไร้เหตุผลอัลบอร์ซอยากคุยกับแพนเทียอย่างสิ้นหวัง แต่รู้ว่าการสนทนาจะจบลงอย่างไม่ดีเขาจึงเขียนบันทึกเกี่ยวกับความรู้สึกของเขาที่มีต่อสถานการณ์ดังกล่าวแพนเทียอธิบายต่อว่าความรักไม่ได้มีไว้ในครอบครองเหมือนอัลบอร์ซเชื่อ เขาเรียนรู้ที่จะเข้าใจว่าความรักของเธอแตกต่างจากสิ่งที่ผู้ชายส่วนใหญ่เชื่อทั่วโลก ในเล่มถัดไปของชุด ผลพวงของใครทำมันและฉันทำมัน าพลิกผลลัพธ์และเอาชนะใจเธออีกครั้ง
อัลบอร์ซพบความหลงใหลในการเขียนหนังสือเล่มที่สาม "ผลพวงของใครทำมันและฉันทำมัน" เมื่อ แพนที เดินออกไปจากชีวิตของเขา ข้อความมาจากประสบการณ์ของเขากับหญิงสาวและความรักที่มีต่อภรรยาของเขา อัลบอร์ซยังคงให้การสนับสนุน แพนที ทางการเงิน แต่อย่างอื่นเขาต้องเผชิญกับความจริงที่ว่าเธออาจจะหายไปจากชีวิตของเขาตลอดไป หลังจากพยายามระงับความโกรธและแก้ไขความสัมพันธ์เธอก็มุ่งมั่นที่จะเดินทางไปยังประเทศของเธอ เมื่ออัลบอร์ซละทิ้งความปรารถนาที่จะแก้ไขทุกอย่าง แพนที บอกเขาว่า"อะไรไปรอบมากลับรอบ ๆ" ข้อความนี้มีขึ้นเพื่อเปิดเผยสิ่งที่คุณหว่านดังนั้นคุณจะต้องเก็บเกี่ยว เนื่องจาก อัลบอร์ซ มุ่งมั่นที่จะกลับมารวมตัวกันอีกครั้งเขาจึงเริ่มค้นหาจิตวิญญาณ เขาเรียนรู้ได้อย่างรวดเร็วว่าความสัมพันธ์ของเขากับแพนเทียมีค่าเพียงใดและเขาอาจไม่มีวันพบใครที่สามารถเข้ามาแทนที่เธอได้ เมื่อโชคชะตาจัดให้มีคำเชิญที่ไม่คาดคิดเธอจึงเชิญเขาไปทานอาหารค่ำ พวกเขาตกลงที่จะพบกันในวันที่ 10 สิงหาคมเวลา 19.30 น. ในความพยายามที่จะเอาชนะผลลัพธ์ อัลบอร์ซ รู้สึกประหม่าเขาจึงนำ ดอกกุหลาบตลอดกาลบรรจุในกล่องใสที่คงความสดใหม่ไปอีกห้าถึงสิบปีข้างหน้า ข้างในเขาเก็บไพ่ที่ซ่อนอยู่ห้าใบอย่างระมัดระวังแต่ละใบมีคำถามให้แพนเทียตอบ ไพ่ใบสุดท้ายขอร้องให้เธอต้องอยู่ในประเทศให้ได้
পান্তেয়া'র সাথে ছাড়াছাড়ি হবার পরের ছ'মাস-এ যা যা ঘটেছিল, সেই সব ঘটনা অ্যালবোর্জ লিখেছেন 'রাহা' সিরিজ এর এই বইটিতে। সেই সময় উনি বুঝতে পেরেছিলেন পান্তেয়া আগে যা বলেছিল, সব ঠিক সেই ভাবেই ফলেছিল। আগে পিছে না ভেবে কাজ করার জন্য ওনার মনের ভেতরে চেপে রাখা ভয়গুলো যেন সত্যি হয়ে উঠেছিল। ঠিক সেই সময় রোজহান বলেছিল নিজের কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। অ্যালবোর্জ এর ওপর অধিকার ফলানোর জন্য ও স্বার্থপর এর মতন ব্যবহার করা শুরু করেছিল। ও ভেবেছিল এভাবে নিজের স্বামীর মধ্যে বদল আনতে পারবে। ওর মনে হত অ্যালবোর্জ এর অ্যাফেয়ার সম্পর্কে জেনে গেছিল বলে তার বিভিন্ন ভাবে অপমান করা যায় বা গায়ে হাত তোলা যায়। বাড়িতে এই অশান্তির মুখে দাঁড়িয়ে অ্যালবোর্জ বাধ্য হয়ে রাহা'কে নিজের কোম্পানি থেকে বের করে দিয়েছিল এবং ওকে ইরান এ ফিরে যেতে বলেছিল। সেই সময় রোজহান তাকে দিয়ে জোর করে পান্তেয়া'কে মেসেজ পাঠিয়ে বলেছিল, ওর সাথে সম্পর্ক টাইম পাস ছিল মাত্র, তারপর ক্রিস্টিয়া'কে আগে পাঠানো মেসেজগুলো ও পান্তেয়া'কে পাঠিয়ে দিয়েছিল। তারপর রোজহান অ্যালবোর্জ এর ওপর নজর রাখতে শুরু করেছিল। অ্যালবোর্জ চিরকাল মুক্ত বিহঙ্গ এর মত বাঁচত, কিন্তু রোজহান এর জেল এ বন্দি হয়ে ওর যাবতীয় স্বাধীনতা হারিয়ে গেছিল। তাই, উনি এই বই তে রোজহান এর নাম দিয়েছেন 'মালিক' এবং পান্তেয়া'র নাম দিয়েছেন 'রাহা'। ঝড় খানিকটা থামার পরে অ্যালবোর্জ তার এই বই এর নামের এক গভীর তাৎপর্য খুঁজে পেয়েছেন। যেন নিয়তি যে কোনও ভাবে মানুষকে তার কর্মের দায়ভার নিতে বাধ্য ক
যখন প্রেমিকা প্যান্টিয়া ওর জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নেয়, ঠিক তখনই অ্যালবার্জ তাঁর তৃতীয় বই "কে এটি করেছে এবং আমি এটি করেছি তার পরিণামগুলি" লেখার জন্য কলম হাতে তুলে নেন। পাঠকেরা ওর এই লেখনী থেকে একটি মেয়ের সঙ্গে ওর অন্তরঙ্গতা এবং স্ত্রীর প্রতি ওর ভালোবাসা সম্যক ভাবে জানতে পারে। অ্যালবার্জ প্যান্টিয়াকে অনবরত আর্থিক সাহায্য চালিয়ে যেতে থাকে, কিন্তু এতকিছুর পর লেখক বাস্তবটা বুঝতে পারে যে প্যান্টিয়া ওর জীবন থেকে চিরদিনের মতো বিদায় নিতে পারে। রাগ কমিয়ে ওকে ঠান্ডা করার এবং দুজনের সম্পর্কটাকে জোড়াতালি দেওয়ার বহু চেষ্টা করেও লেখক ব্যর্থ হয় এবং মেয়েটি ওর দেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ হয়। এই অবস্থায় যখন অ্যালবার্জ সমস্ত কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনার ইচ্ছেটাই ত্যাগ করেছে, এমন সময় প্যান্টিয়া বলে ওঠে, "চারপাশে ফিরে ফিরে আসে" অর্থাৎ যার অর্থ করলে মোটামুটি এরকমই দাঁড়ায় যে তুমি যেমন বীজ বপন করবে, ফসলও ঠিক তেমনই পাবে। প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য যেহেতু অ্যালবার্জ ওর সাথে পুনরায় মিলিত হতে চায়, তাই ও আত্মানুসন্ধান শুরু করেন। খুব দ্রুত অ্যালবার্জ বুঝতে পারে যে প্যান্টিয়ার সাথে ওর সম্পর্কটা এতটাই মূল্যবান ছিলো যে ওর ওই জায়গাটা আর কেউই নিতে পারবেনা। নিয়তি এক অপ্রত্যাশিত সুযোগ এনে দেয় যখন মেয়েটি লেখককে ডিনারের আমন্ত্রণ করে। ১০ই আগস্ট সন্ধ্যা ৭.৩০ এ ওরা সাক্ষাতের অঙ্গীকার করে। কে যায়।
Tilmeld dig nyhedsbrevet og få gode tilbud og inspiration til din næste læsning.
Ved tilmelding accepterer du vores persondatapolitik.